Khoborerchokh logo

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু 267 0

Khoborerchokh logo

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ইব্রাহিম (৪২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় কারাগারের জেলার আব্দুল্লাহ জানান, গত ২৫ ফেব্রæয়ারী ভ্রাম্যমান আদালতে মাদক মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদেন্ডের আদেশে ইব্রাহিমকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। সে নগরীর আকুয়া এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তার শ্বাসকষ্ট ছিল। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com